পর্তুগালে সম্মাননা পেলেন নৃত্যশিল্পী ইভান ও সাদিয়া

February 26, 2024

পর্তুগালে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পেলেন দেশটিতে বসবাসরত দুই বাংলাদেশি নৃত্যশিল্পী সাইফুল ইসলাম ইভান ও সাদিয়া ইসলাম।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বুধবার পোর্তোতে আয়োজিত অনুষ্ঠান থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

 

এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, পর্তুগালের সামাজিক সংগঠন এস্পাকো টি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো এবং বেতালহা সেন্ট্রো ডি সিনেমা সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মাননা পেয়ে সাদিয়া ইসলাম বলেন, “যে কোন স্বীকৃতি কাজের অনুপ্রেরণা যোগায়, দায়িত্বও বাড়িয়ে দেয়। আর বিদেশের মাটিতে স্বীকৃতি পাওয়ার অন্যরকম অনুভূতি রয়েছে। দেশীয় সংস্কৃতিকে আমি বিদেশের মাটিতে খুব জোরালোভাবে তুলে ধরতে চাই।” 

অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে ছিল শহীদ মিনারে ফুল দেওয়া, ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমা প্রদর্শন এবং ‘এস্পাকো টি’-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

এতে অতিথি ছিলেন এস্পাকো টি-এর প্রেসিডেন্ট জর্জ অলিভেইরা, পর্তুগিজ অলিম্পিক বিজয়ী রোজা মাতা, ডেপুটি মেয়র সিটি কাউন্সিলর পেদ্রো বাগানহা, সিটি কাউন্সিলর ফার্নান্দো ফাউলো এবং সিটি কাউন্সিলর কাতারিনা আরাউজো।

উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম। 

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More notes